নিজস্ব প্রতিবেদক:
আসন্ন পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা ও পচনশীল পন্য মজুদ না রাখতে কুতুপালং বাজার ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করলেন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ব্যবসায়ী মোঃ আলী(সও:)।
রবিবার(১৮ ফেব্রুয়ারী) সন্ধ্যার দিকে কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলী(সও:)।
এদিকে আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে কোন অসাধু ব্যবসায়ী চাল, গম, ভোজ্যতেল, চিনি, ডাল, ছোলা, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, শুকনা মরিচ, ডিম, খেজুরসহ নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য বৃদ্ধি ও অতিরিক্ত মজুদ না রাখতে ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলী(সও:)।
এসময় কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ীক নেতা সমাজ সেবক যুবনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী রুবেল(সও:), ব্যবসায়ী সিরাজুল ইসলাম, সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, ব্যবসায়ী শফিকুল ইসলাম প্রমূখ।
এ বিষয়ে কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলী(সও:) এ প্রতিবেদক’কে বলেন, ‘পবিত্র রমজান ঘনিয়ে আসছে তাই পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানো উচিত নয়। রমজান মাসকে সামনে রেখে সকল নিত্য প্রয়োজনীয় পণ্য ও পচন শীল পণ্যসহ কোন কিছুই মজুদ না রাখতে ব্যবসায়ীদের অনুরোধ করেছি এবং পাশা-পাশি পণ্যের দাম বৃদ্ধি না করতে অনুরোধ করা হয়েছে।