ওমর ফারুক কক্সবাজার।
কক্সবাজারের রামু থানাধীন গুচ্ছগ্রাম এলাকায় চেকপোস্ট স্থাপন করে ১৮ কেজি গাঁজা উদ্ধারসহ দুইজন মাদক কারবারীকে আটক করেছেন র্যাব-১৫।
র্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক কারবারী যাত্রী বেশে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি মারসা পরিবহনের বাসে করে অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ কক্সবাজারের উদ্দেশ্যে আসছে।
উক্ত সংবাদের ভিত্তিতে ১৭ফেব্রুয়ারি ২০২৪ তারিখ অনুমান ১৬.৪০ ঘটিকায় র্যাব-১৫, সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল কক্সবাজারের রামু থানাধীন জোয়ারিয়ানালা ইউনিয়নের ০২নং ওয়ার্ড এর গুচ্ছগ্রাম এলাকাস্থ রবি টাওয়ারের পার্শ্ববর্তী কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপনপূর্বক তল্লাশী অভিযান পরিচালনা করে।
এ সময় তল্লাশী অভিযান পরিচালনাকালে কক্সবাজারগামী মারসা পরিবহনের একটি যাত্রিবাহী বাসে যাহার রেজিঃ নং-চট্ট-মেট্রো-ব-১১-১২৭৫) যাত্রীবেশে থাকা দুইজন যাত্রীর আচরণ ও গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদেরকে আটক করা হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃতদের দেহ ও সাথে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশী করে সর্বমোট ১৮ কেজি গাঁজা, নগদ ২,২০০/- (দুই হাজার দুইশত) টাকা, ০১টি বাটন ও ০১টি এন্ড্রয়েট ফোন (০৪টি সীম কার্ডসহ) উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলেন,মোঃ রুহুল আমিন প্রকাশ রুহুল (৩৫), পিতা-আব্দুল মালেক, সাং-মোটুপি, খাঁন বাড়ী, ৩নং ওয়ার্ড, মজিদপুর ইউনিয়ন,থানা-তিতাস, জেলা-কুমিল্লা। বর্তমান ঠিকানা-ক) বড় মাইল্যার বিল, দক্ষিণ দারোগাইট বাইলেইন, ডবল মুরিং, চট্টগ্রাম, চট্টগ্রাম এবং খ) খাঁজা রোড, বাদামতল, চাঁদগাঁও, চট্টগ্রাম।
২) মোঃ সাইফ উদ্দিন রিজভী প্রকাশ রিজভী (২৩), পিতা-মোহাম্মদ সালাহ উদ্দিন, সাং-বইল্যাপাড়া, ৮নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-সদর, জেলা-কক্সবাজার।
তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক কারবারীদ্বয় বিভিন্ন পন্থা অবলম্বন করে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজার ব্যবসা করে আসছে। ধৃত মাদক কারবারীরা আর্থিক লাভের জন্য প্রতিনিয়ত অভিনয় কায়দা/পদ্ধতি অবলম্বনের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা এক স্থান থেকে অন্য স্থানে মাদক স্থানান্তর করে বিক্রয় করে আসছিল।
অদ্য উপরোল্লিখিত মাদকদ্রব্য গাঁজা কক্সবাজারে বিক্রয়ের জন্য যাত্রী সেজে চট্টগ্রাম হতে আসার সময় অভিযানস্থলে র্যাবের আভিযানিক দলের নিকট ধৃত হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতারকৃত মাদক কারবারীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার রামু থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।