দৈনিক কক্সবাজার পোস্ট
ঢাকাশনিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৪
  1. অভিযোগ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আরও
  5. কক্সবাজার
  6. কৃষি সংবাদ
  7. খেলা-ধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম
  14. ফিচার
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি লেবাননের

admin
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ৩:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহ বলেছেন, ইসরায়েলকে বেসামরিক লোক হত্যার জন্য রক্তের মূল্য দিতে হবে। সীমান্তে লেবানন ইসরায়েল উত্তেজনা তীব্র হওয়ায় তিনি এমন হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লেবাননের এমন হুঁশিয়ারির আগে বুধবার অন্তত ১০ জন বেসামরিক লোক নিহত হয়েছে। তাদের মধ্যে অন্তত পাঁচ শিশুও রয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের চালানো এ হামলায় নিহতদের মধ্যে তাদের যোদ্ধারাও রয়েছেন।

শুক্রবার টেলিভিশনে বক্তব্য দেওয়ার সময় নাসরুল্লাহ বলেন, এই গণহত্যার জবাব ও সামনে কঠোর প্রতিরোধের পদক্ষেপ অব্যাহত থাকবে। বিগত দিনগুলোতে তারা আমাদের নারী ও শিশুদের হত্যা করেছে। ফলে শত্রুদের এর বদলে তাদের রক্তের মাধ্যমে বদলা দিতে হবে।

তিনি বলেন, এসব হত্যাকাণ্ড হিজবুল্লাহর সংকল্পকে আরও দৃঢ় করেছে। তারা এখন উপস্থিতি, সক্ষমতা, ক্রোধ এবং আগুনের মাত্রা বাড়াবে। হিজবুল্লাহ তাদের অপারেশনের মাত্রা বাড়াবে। ইসরায়েলকে সেজন্য অপেক্ষা করতে হবে এবং তারা এটাই প্রত্যাশা করে।

নাসরুল্লাহর এমন বক্তব্যের পর হিজবুল্লাহ জানিয়েছে তারা সেবা ফার্মে ইসরায়েলি সেনাবাহিনীর অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ সময় সেখানে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এতে হতাহতেরও দাবি করেছে গোষ্ঠীটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

কেনাকাটার আনন্দ ঈদ অফারে