ভালোবাসার অপব্যাখ্যা
—————————–
কলমে-ছোটন ধর
১৪/০২/২০২৪
১৪ ফেব্রুয়ারী নারী পুরুষকে,পুরুষ নারীকে নয়, ১৪ ফেব্রুয়ারী হচ্ছে মানুষ মানুষকে ভালোবাসার দিন।
আমরা যারা ভালোবাসার করেছি অপব্যাখ্যা।আমরা কি জানি ভালোবাসা প্রকৃতির শ্রেষ্ঠ বাগধারা।
নারীতে আসক্ত পুরুষ, আবার সেই পুরুষেতে নারী।
প্রেমের বোঝে কি তারা,সেই প্রেম কতখানি দামী।
হাওয়াই মিঠা মুখে দিলে যেমন করে ফুশ
আজ নকল প্রেমের ঝলকানিতে হারাচ্ছে তারা হুশ।
ভালোবাসার অপূর্ব নিদর্শন করেছে যারা দর্শন।সেইজন গুনী প্রেমিক সুজন তারাই প্রেমিক মহাজন।
ভালোবাসা কতো প্রকার তার বর্ণনা তো নায়।তোমরাই কেবল রণকৌশলী তোমরাই তার জন্য দায়।
আমার কাছে ভালোবাসা নির্দিষ্টভাবে কিছু নয়।কারন নির্ধারিত ভালোবাসা সময়ের আগে হারিয়ে যায়।
ভালোবাসা সুন্দর যদি ভালো সঙ্গী আর ভালো মন হয়।
কেবল নোংরা মনের ভালোবাসা অঝোরে কাঁদায়।
পাশ্চাত্বর ঐ যত সংস্কৃতি এনেছি আমরা দেশে।উন্নতিতো কেবল দূরের কথন অনেক রসাতলে।