দৈনিক কক্সবাজার পোস্ট
ঢাকামঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৪
  1. অভিযোগ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আরও
  5. কক্সবাজার
  6. কৃষি সংবাদ
  7. খেলা-ধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম
  14. ফিচার
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার আয়োজনে জেলা সম্মেলন ২০২৪ আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন হয়েছে।

Kamrun Taniya
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

কক্সবাজারে ইসলামী ছাত্র রাজনৈতিক সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার আয়োজনে জেলা সম্মেলন ২০২৪ আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন হয়েছে।

এতে সভাপতি মোহাম্মদ নেজাম উদ্দিন ও সহ সভাপতি ইয়াসিন আরফাত এবং সাধারণ সম্পাদক সাইমুন সোহেল সাকিবকে মনোনীত করেছেন কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজী।

১০ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার, বাদ যোহর জেলা শহরের হোটেল বেই মেরিনা কনফারেন্স হলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি মুহাম্মদ জুনাইদুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নেজাম উদ্দিন এর সঞ্চালনায় “জেলা সম্মেলন ২০২৪” অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকেই বক্তব্য রাখেন,  সংগঠন  এর কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজী।  প্রধান অতিথিতেই তাঁর বক্তব্যে বলেন, “দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে। স্বাধীনতার পর থেকে দেশের শিক্ষা ও সংস্কৃতির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। নাস্তিক্যবাদী, ইসলাম বিদ্বেষী ও হিন্দুত্ববাদী জাতি গঠনে কাজ করা হচ্ছে। ভিনদেশী ষড়যন্ত্রী মহলের প্রেসক্রিপশনে এদেশে শিক্ষা ও সংস্কৃতির বিরুদ্ধে আগ্রাসন চলছে। এ জাতিকে মেধাশূণ্য ও অকার্যকর করার চক্রান্ত চলছে।”

তিনি আরো বলেন, “শতকরা ৯২ ভাগ মুসলমানের শিক্ষা ব্যবস্থায় কারা ট্রান্সজেন্ডার সংযোজন করেছে, তাদের পরিচয় তুলে ধরতে হবে। ট্রান্সজেন্ডারের নামে সমকামিতাকে প্রমোট করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সংঘবদ্ধ চক্র। সরকারও গণ বিরোধী অবস্থন নিয়ে তাদের মদদ জোগাচ্ছে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে ছাত্র জনতার উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী।

বক্তব্য রাখেন : কক্সবাজার জেলা সেক্রেটারি এ আর এম ফরিদুল আলম, জাতীয় শিক্ষক ফোরাম কক্সবাজার জেলা সভাপতি, মাওলানা আমিরুল ইসলাম, বাংলাদেশ মুজাহিদ কমিটি কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক, জনাব আব্দুর রহিম সওদাগর, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি,  মাওলানা নুরুল ইসলাম আজিজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা ইসমাইল জাফর, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ কাউছার উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা শফিউল আলম সহ বিভিন্ন পর্যায়ের সাংগঠনিক দায়িত্বশীল ও বিশিষ্টজন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

সম্মেলনের শেষলগ্নে মুহতারাম কেন্দ্রীয় সভাপতি  ২০২৩ সেশন এর বিগত কমিটি বিলুপ্ত করে মোহাম্মদ নেজাম উদ্দিন কে সভাপতি, ইয়াসিন আরফাত কে সহ-সভাপতি ও সাইমুন সোহেল সাকিব কে সাধারণ সম্পাদক মনোনীত করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার ২০২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।

পরিশেষে, ইসলামী  আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি  মাওলানা মোহাম্মদ আলীর দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে জেলা সম্মেলন-২৪ সমাপ্ত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

কেনাকাটার আনন্দ ঈদ অফারে