দৈনিক কক্সবাজার পোস্ট
ঢাকারবিবার , ১১ ফেব্রুয়ারি ২০২৪
  1. অভিযোগ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আরও
  5. কক্সবাজার
  6. কৃষি সংবাদ
  7. খেলা-ধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম
  14. ফিচার
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জেলা মৎস্যজীবীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

admin
ফেব্রুয়ারি ১১, ২০২৪ ১২:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

জেলা ব্যাপী বাংলাদেশ আওয়ামী মৎস্যজীলীগের সাংগঠনিক কার্যক্রম জোরদার ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সংগঠনের বিশেষ বর্ধিত সভা গতকাল সংগঠন কার্যালয়ে জেলা সভাপতি এ.কে.এম আজিজুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক বাবু দুলাল কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার পূর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুগ্মসাধারণ সম্পাদক সেলিম চৌধুরী।
সভায় ৪টি সংসদীয় আসনে ১৫ সদস্যের সাংগঠনিক টিম গঠন করা হয় এবং এ টিমের তত্বাবধানে একটি মনিটরিং টিমও গঠন করা হয়। মেয়াদ উত্তীর্ণ উপজেলা ও পৌরসভায় সম্মেলন কাউন্সিললের নির্ধারিত তারিখ ঘোষণা করা হয় বর্ধিত সভায়। এর মধ্যে আগামী ২৪ ফেব্রুয়ারী টেকনাফ, ২ মার্চ টেকনাফ উপজেলা ও পরের দিন টেকনাফ পৌরসভায় এবং ৫মার্চ রামু উপজেলায়, ৯ মার্চ পেকুয়ায়, ৮মার্চ কুতুবদিয়ায়, ১০মার্চ কক্সবাজার পৌর শাখায় এবং ২৩ ফেব্রæয়ারী উখিয়া উপজেলায় সম্মেলনের চুড়ান্ত তারিখ ঘোষণা করা হয়।
বর্ধিত সভায় আজ থেকে ৩১ এপ্রিলের মধ্যে ইউনিয়ন কমিটি পূনর্গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া আগামী ১ মে থেকে ৩১ জুলাইয়ের মধ্যে উপজেলা ও পৌর কমিটির আওতাধীন সকল ওয়ার্ডেও কমিটি পূনর্গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী চলতি মাসের ১৫ তারিখ থেকে শুরু হয়ে ৩১ জুলাই পর্যন্ত চলবে বলে সভায় জানানো হয়।
একইভাবে মৎস্যজীবী বাজার কমিটি গঠন ও প্রক্রিয়া সম্পন্নের জন্য টাস্ক ফোর্স কমিটিকে দায়িত্ব দেওয়া হয়। এই কমিটি জেলে ও মৎস্যজীবীদের উন্নয়ন ও সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে অবহিত করা হয়।
গতকাল সকালে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত এই বর্ধিত সভায় জেলা মৎস্যজীবীলীগের সহ-সভাপতি মো: তৈয়ব, ইকবাল হোসেন বাপ্পি, সাইফুল কাদির, আবদুল হান্নান কামাল, মো: আবু দাউদ, নুরুল কবির বাঙ্গালী, যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন জনি ও মাহাবুব আলম সম্পাদকীয় সদস্যদের মধ্যে অর্থের আবু তালেব, দপ্তর সম্পাদক আবু মুসা, বিজ্ঞান ও প্রযুক্তি ফারুকুল ইসলাম ফারহান, কৃষি ও সমবায় সাজ্জাদুর রহমান এবং জেলা কমিটির সদস্য আইয়ুব আলী ও শফিক আহমদ, উপজেলা সভাপতি ও আহবায়কদের মধ্যে টেকনাফের আহবায়ক হামিদ হোসেন আজাদ, রামুর মো: সেলিম, কুতুবদিয়ার সাহাব উদ্দিন আয়ুব সিকদার, পেকুয়ার সভাপতি বেলাল উদ্দিন মিয়াজী, উখিয়ার আহবায়ক আলমগীর ফরহাদ মানিক, সদর উপজেলার আহবায়ক জসিম উদ্দিন, কক্সবাজার পৌর শাখার আহবায়ক ফোরকান আজাদ, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন আজাদ ও নয়ন কান্তি দে এবং মহেশখালী পৌর সভাপতি সাহাব উদ্দিন, টেকনাফের যুগ্ম আহবায়ক জাহেদ উল্লাহ জিকু ও শওকত ওসমান এবং মহেশখালী মৎস্যজীবিলীগ নেতা ফরিদ উল্লাহ ফরিদ, আজিজুল হক, উখিয়ার সদস্য সচিব কামরুল হাসান রাব্বি, রামুর সদস্য সচিব মিয়া হোসেন, সদর উপজেলা সদস্য সচিব মনি কা ন দে এবং পৌর মৎস্যজীবিলীগ নেতা আরমান উদ্দিন, আনোয়ার হোসেন সহ বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন।
#দৈনিক কক্সবাজার।।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

কেনাকাটার আনন্দ ঈদ অফারে